নিজস্ব প্রতিবেদক :জিয়াউল হক আকন
পৌরসভার ৮ নং ওয়ার্ডে একটি রাস্তা না থাকায় প্রায় যুগ যুগ ধরে ভোগান্তিতে ছিল অর্ধশত পরিবার। সেই ভোগান্তির অবসান ঘটালেন পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া।
বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ৮ নং ওয়ার্ডের বাসিন্দা বিপ্লব মিত্র তার ব্যাক্তিগত ব্যাবহারিত ফেসবুক আইডিতে পোস্ট করে জানান, ধন্যবাদ জননন্দিত মেয়র জনাব লোকমান হোসেন ডাকুয়া ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিল জগদীশ মিত্রকে। দীর্ঘ দিনের জনগনের দাবি পুর্ন করতে সম্পূর্ণ ধানা জমির উপর দিয়ে ১৮ ফুট চওরা ও দের কিলোমিটার লম্বা রাস্তার কাজ শেষ হল। দের কিলোমিটারের মধ্যে আমাদের নিজস্ব ধানা জমি এক কিলোমিটার। আমরা পিচপা হইনি কারন এতে জনগনের বিশাল উপকার হবে। সেই ছোট্ট বেলা থেকে এই এলাকার নারী ও শিশুদের কষ্ট ও লজ্জা দেখে জমির দিকে না তাকিয়ে জায়গা দিতে রাজি হই। অবহেলিত ৮ নং ওয়ার্ডের জনগনের জন্য অর্থ বরাদ্দের জন্য মেয়র লোকমান হোসেন ডাকুয়া ও জমি দেওয়ার জন্য কাউন্সিল জগদীশ মিত্রকে ধন্যবাদ জানাই।
৮ নং ওয়ার্ডের জাকির চৌকিদার জানান, মেয়র লোকমান হোসেন ডাকুয়া তৃতীয়বার নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচিত হয়েই তার সিংহভাগ বাস্তবায়ন করেছেন যাহা এখন দৃশ্যমান। রাস্তাঘাট উন্নতিকরণ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় সিসি ঢালাই ও কয়েকটি কালভার্ট এর কাজ চলমান। তিনি ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জগদীশ মিত্রের মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন আমরা একজন জনবান্ধব কাউন্সিলর পেয়েছি তিনি তাদের চাষাবাদের জমিতে রাস্তা নির্মানে জমি দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যাহা কিনা বিগত দিনে কেউ করতে পারেননি। তিনি আশা করেন নতুন মাটির রাস্তাটি পাকা করন সহ ৮ নং ওয়ার্ডের বাকি কাজও শীঘ্রই সম্পন্ন হবে।