বিনোদন প্রতিবেদক:খান মেহেদী
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে জনপ্রিয় হয়ে উঠছেন চিত্র নায়ক রাশেদ প্রহর। তিনি চলচ্চিত্র টিভি নাটক ও মিউজিক ভিডিওতে ব্যস্ত রয়েছেন সমান্তরাল ভাবে।
জে এস জিসানের পরিচালনায় নবাগতা চিত্রনায়িকা নিপা’র সঙ্গে জুটি বেধে চিত্রনায়ক রাশেদ প্রহর এখন কাজ করে বেশ আলোচনায় রয়েছেন।
দীর্ঘ এক যুগ পর সম্প্রতি জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাসির’ এর বেঈমান শিরোনামের গানের শুটিং শেষ করেছেন এই অভিনেতা। গানটির গীতিকার হাবিবুর রহমান ও সুর করেছেন সঙ্গীত শিল্পী নাসির নিজেই। ঢাকার বাইরে বিভিন্ন লোকেশন এ শুটিং শেষ করেন রাশেদ প্রহর। গানটি ১৪ ফ্রেব্রুয়ারি রিলিজ হওয়ার কথা রয়েছে ।এদিকে, রাশেদ প্রহর অভিনীত নির্মাতা রুবেল মাহমুদের পরিচালনায় ‘নিশ্চুপ ভালোবাসা’ সিনেমার দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। চলতি মাসেই সম্পাদনার কাজ শেষ করে সেন্সরে জমা হবে ছবিটি।
আর কে এন্টারটেইনমেন্ট এর ব্যানারে মুক্তি পাবার কথা রয়েছে। এছাড়াও কিশোর রাব্বানীর পরিচালনায় ভেজাল পুর নাটক সহ বেশ কিছু সিনেমা ও বিজ্ঞাপনের শুটিংয়ের মধ্য দিয়ে বেশ ব্যস্ত সময় পাড় করছেন তিনি।