আনকাট ছাড়পত্র পেলো নিপা রোজের “বড্ড ভালোবাসি” চলচ্চিত্রটি । গত ১৩ জানুয়ার্রি ২০২২ ছবিটির সেন্সর দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড।
সুলতানা রোজ নিপার প্রযোজনায় ছবিটির পরিচালনা করেছেন সময়ের আলোচিত পরিচালক সুয়েল ফারসি।
অনেকটা রোমান্টিক ধরনের ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন ছবির প্রযোজক সুলতানা রোজ নিপা এবং তার বিপরিতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অমিতাভ চ্যাটার্জী ও বাংলাদেশের শান্ত।
এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শুব্রত, নানাশাহ সহ আরো অনেকে।
ছবিটির প্রযোজক ও মূল নায়িকা সুলতানা রোজ নিপা জানান, “রোমান্টিক ধরনের ছবিটি বাংলাদেশ এবং ভারতের ভিবিন্ন স্থানে শুটিং হয়েছে। আমার বিশ্বাস ছবিটি বাংলাদেশের চলচ্ছিত্রে সাড়া জাগাতে পারবে। আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে” ।