বিশেষ প্রতিনিধি : নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার নতুন বাজার সংলগ্ন এলাকায় কিছু বখাটে মাদকাসেবীরা মাদকদ্রব্য বিক্রয় করে আসছিলো দীর্ঘদিন ধরে। বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দা (মো: নূর নবী) এর সন্তান মো: রাশেদ ইসলাম এর। এরপর তিনি মাদকদ্রব্য বিক্রি বন্ধ করতে এবং মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করলে মাদকসেবীরা মো: রাশেদুল ইসলাম কে শারীরিকভাবে নির্যাতন করে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।
বর্তমানে রাশেদুল ইসলাম মিথ্যা মামলার আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছে। রাশেদুলের বাড়ি নোয়াখালী জেলার কেম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড একাডেমি বাজার সংলগ্ন আহম্মদ আলী ঘাট মাঝি বাড়ি।
ঘটনার সুত্রে খোঁজ নিয়ে জানা যায়, মো: রাশেদুলে ইসলাম একটি ওয়েল্ডিং কোম্পানীতে দীর্ঘ প্রায় ৬ বৎসর কর্মরত ছিলেন। দীর্ঘদিন কাজ করার পর নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য পরিকল্পনা করেন তিনি। সে পরিকল্পনা অনুযায়ী রাশেদুল ইসলাম ২০২০ সালে নিজ এলাকায় একাডেমি বাজারে ভাই ভাই ওয়েল্ডিং নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু করেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছিলেন দীর্ঘদিন ধরে।
এলাকায় কিছু খারাপ লোক যুব সমাজকে ধ্বংস করতে মাদক বিক্রি ও মাদক সেবন করে আসছিলো। বিষয়টি নজরে আসার পর রাশেদুল ইসলাম সহ এলাকার আরও কয়েকজন এর বিরুদ্ধে প্রতিবাদ করে। পরবর্তীতে মাদকসেবীরা রাশেদুল ইসলাম কে নানাভাবে হুমকি দিতে থাকে এবং মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়।
তারই সুত্র ধরে ১০.০১.২০২২ তারিখে রাশেদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় সেসব মাদকসেবীরা দলবল নিয়ে রাশেদুল ইসলামের উপর হামলা চালায় এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের সব কিছু ভেঙ্গে ফেলে ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। শুধু এতে তারা ক্ষান্ত হয়নি। পরবর্তীতে বিভিন্ন সাজানো মিথ্যা মামলা দিয়ে রাশেদুল ইসলাম কে নানানভাবে হয়রানি করে এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
হত্যার হুমকি ও মামলার কথা শুনে রাশেদুল ইসলাম আত্নগোপনে চলে যায়। তারা রাশেদুল ইসলাম কে কাছে পেলে মেরে ফেলবে বলে এখনও হুমকি দিয়ে যাচ্ছে। এমতাবস্থা মো: রাশেদুল ইসলাম বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে।
নাঈম সজল
সময় এক্সপ্রেস নিউজের সম্পাদক ও প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
Leave a Reply