এম. কে. রনজু, রাজবাড়ী প্রতিনিধি: হাতির পিঠে চড়ে বাজারে ঢুকে দোকান থেকে টাকা আদায় এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারই একটা খন্ডিত অংশ দেখা গেলো গত ৯ জুলাই রাজবাড়ী জেলার কালুখালী থানার অন্তর্গত মৃগী বাজারে।
বিশালাকৃতির হাতির পিঠে চড়ে রাখাল দোকান দোকানে গিয়ে টাকা তুলছেন। দোকানে সামনে গিয়ে হাতির বিশাল শুঁড় এগিয়ে দিচ্ছে দোকানির দিকে। দোকানি অনেকটা বাধ্য হয়েই বাড়িয়ে দিচ্ছে টাকা। কমপক্ষে ১০ টাকা এবং দোকান বুঝে ২০/৫০ টাকার কম হাতি নিতে চায় না।
তাছাড়া রাস্তার মাঝে দাঁড়িয়ে যেকোন গাড়ির পথ আটকিয়ে টাকা আদায়টাও নতুন কিছু নয়। এক কথায় এক ধরনের ডাকাতি। কিন্তু দেখেও কিছু বলার নেই কারো। কেউ ভয়ে আবার কেউ শখেও টাকা দিয়ে থাকে।
Leave a Reply