নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার হাজারীবাগের বেড়িবাঁধ বালুর মাঠ এলাকায় বর্তমান সময়ের সমালোচিত এজেআর কুরিয়ার সার্ভিসের বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় মোছা. শিল্পী আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মোছা. শিল্পী আক্তারকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে হৃদয় বলেন, “আমার মা বাসা-বাড়িতে কাজ করেন। বাবা রিকশাচালক। আজ সকালে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় রাস্তা পারাপারের সময় এজেআর কুরিয়ার সার্ভিসের একটি দ্রুতগতির পিকআপ ভ্যান মাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তিনি জানান, তাদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী থানার নরসিংগাল পট্টি এলাকায়। বর্তমানে হাজারীবাগের বেড়িবাঁধ বউবাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
অন্যদিকে নিহতের ছেলে সড়ক দুর্ঘটনা আইনে হাজারীবাগ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) মো. আবু তালেব বলেন এই বিষয়ে ভুক্তভোগী আমাদের কাছে আসলে আমরা মামলা নিবো।
নাঈম সজল
সময় এক্সপ্রেস নিউজের সম্পাদক ও প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
Leave a Reply