1. [email protected] : admins :
  2. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  3. [email protected] : News Editir : News Editir
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ন

বরিশালে নিটল মটরস LPO 1616 বাস চেসিস উদ্বোধন অনুষ্ঠিত,

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৩৯ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম :- বরিশাল লাভস্টার হোটেলে উৎসব মূখোর পরিবেশ ১১ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ২০২৩ সালে দেশের পরিবহন জগতের সবচেয়ে সমাদৃত নাম নিটল মটরস লিমিটেড বরিশালে নতুন Tata LPO 1616 বাস চেসিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জানান, আন্তঃনগর এবং দূরপাল্লার বাস হিসেবে Tata LPO 1616 দেবে সেরা পারফরম্যান্স, আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা এবং সহজে বাসের মালিক হবার দুর্দান্ত সুযোগ। বাসটি তৈরির সময় টাটা মটরসের প্রাথমিক মনোযোগ ছিল পারফরম্যান্স ও ড্রাইভ এবিলিটির উপর। ফলে এটি হয়ে উঠেছে জ্বালানী সাশ্রয়ী, যাত্রী ও চালক উভয়ের জন্য আরামদায়ক। পাশাপাশি এই বাস পরিবহন মালিকদের মুনাফা বাড়িয়ে দেবে যাতে তারা কম খরচে এর মালিক হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ উপলক্ষ্যে নিটল মটরস লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানবীর শহীদ বলেন- বরিশালের বাস ব্যবসায়ীদের জন্য আজকে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। TATA LPO 1616 COMFORT সম্পূর্ণ বাংলাদেশের জন্য তৈরি, যা তৈরি করার পূর্বে আমাদের দেশের ডিজেলের মান, রোড কন্ডিশন ও ক্রেতাদের বিভিন্ন ধরনের চাহিদাকে বিশেষভাবে গুরুত্বের সাথে বিবেচনায় রাখা হয়েছে এবং সেগুলোর আলোকেই এই বাস তৈরি করা হয়েছে। বাসটির অন্যতম কয়েকটি দিক হলো –
(১) লাইন পাম্প – যা ব্যবসারীদের সবসময়ের দাবী। আমাদের বিদ্যমান ডিজেলে কোন প্রকার ঝামেলা ছাড়াই চলবে। (২) আছে কারেন্ট পিকআপ, (৩) এই গাড়ির ফুয়েল ইফিসিয়েন্সি বেশি (৪) গাড়িটি আপনাকে ট্রিপের সংখ্যার দিকে দিয়ে এগিয়ে রাখবে। ব্যবসায়িক প্রতিযোগিতায় অন্য গাড়ির তূলনায় এই গাড়িতে বেশি মুনাফা করতে পারবেন বলে নিশ্চয়তা দেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নীরজ কুমার (এরিয়া ম্যানেজার, বাস, টাটা মটরস লিমিটেড), জাফর উল্লাহ (প্রোডাক্ট প্রেসিডেন্ট,নিটল মটরস লিমিটেড), আলহাজ্ব মোহাম্মদ আফতাব হোসেন (সভাপতি, নাতুল্লাবাদ বাস মালিক সমিততি), কিশোর কুমার দে (সচিব, নাতুল্লাবাদ বাস মালিক সমিতি), মো: সুলতান মাহামুদ (সভাপতি, রূপাতলী বাস মালিক সমিতি), মো: হুমায়ন কবির (সচিব, রূপাতলী বাস মালিক সমিতি), খন্দকার আবুল বাশার সুজন (এরিয়া প্রেসিডেন্ট,নিটল মটরস লিমিটেড) সহ টাটা গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিপুল সংখ্যক অতিথিবৃন্দ। এসময় উপস্থিত অতিথিদের সামনে টাটা গ্রুপের বিভিন্ন মডেলের গুনাগুন তুলে ধরে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের সন্মানে বিনামূল্য লটারি টিকেট বিতরণ ও বিজয়ীদের মধ্যে আকার্ষনীয় পুরস্কার প্রদান করা হয়েছে। সম্পূর্ন অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দর ভাবে সঞ্চলনার দায়িত্ব পালন করেন বরিশাল এড়িয়ার সেলস্ এক্সিকিউটিভ মোঃ খোরশেদ আলম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews