এম এ আউয়াল : নোয়াখালীর সেনবাগ পৌরশহরের বাতানিয়া এলাকায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালুউত্তোলন করায় ৩ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি।
এ সময় বালু উত্তোলনকৃত দুইটি দমকল জব্দ সহ দুই শ্রমিককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গল বার দুপুরে অভিযান পরিচালনার সময় পুলিশ,স্হানীয় কাউন্সিলর সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্হিত ছিলেন। গতকাল বুধবার সকালে বাতানিয়ার মোরশেদের রহমান জরিমানার তিন লক্ষ টাকা পরিশোধ করায় আটক দুই শ্রমিককে ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)তাজমিন আলম তুলি জানান, পৌরসভার বাতানিয়া এলাকার মোরশেদের রহমান গং তাদের পুকুর থেকে বালু উত্তোলন করতে থাকে।
এতে পাশবর্তী বাড়ী ঘর ও পুকুরপাড়ে পাটল দেখা দেয়ায় স্হানীয়দের অভিযোগেের ভিত্তিতে এক সপ্তাহ আগে ঘটনাস্থল পরিদর্শন করে বালু উত্তোলন বন্ধ রাখতে নিষেধাজ্ঞা জারী করা হয়। মোরশেদের রহমান গং নিষেধাজ্ঞা অমান্যকরে বালু উত্তোলন অব্যাহত রাখায় বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইনে তাদের এ জরিমানা করা হয়। পরে জব্দকৃত দমকল দুটি স্হানীয় কাউন্সিলর বেলাল হোসেনের জিম্বায় রাখা হয়।