ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে ‘লাল শাড়ি’ সিনেমাটির জন্য অন্যরকম আবেগ কাজ করছে শাকিব খানের। এক ফেইসবুক পোস্টে নায়ক নিজেই জানিয়েছেন এ কথা।
শাকিব খানের সন্তান আব্রাম খান জয় ও সাবেক স্ত্রী অপু বিশ্বাসের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছে ‘লাল শাড়’ সিনেমাটি। পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।
শাকিব খান শুক্রবার এক ফেইসবুক পোস্টে ‘লাল শাড়ি’ সিনেমার পোস্টার শেয়ার করে লেখেন, এই ঈদে অপু-জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে।
নিজের সন্তানের নামের কারণে আবেগ কাজ করার কথা উল্লেখ করে শাকিব খান বলেন, “আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে।”
তবে সাবেক স্ত্রীকে নিয়ে কিছুই বলেননি শাকিব খান। ‘লাল শাড়ি’ সিনেমাটি প্রযোজনার পাশাপশি অভিনয়ও করেছেন অপু বিশ্বাস।
এবারের ঈদে শাকিব খানের আরেক স্ত্রী বুবলী অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো হলো চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ এবং সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’।
ঈদে ‘প্রিয়তমা’ দেখার পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানিয়ে শাকিব খান বলেন, “যতদূর শুনেছি, ‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার-পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।”
ঈদের প্রথম সপ্তাহে ‘প্রিয়তমা’ ১০৫টি সিনেমা হলে, সুড়ঙ্গ ২৮টি হলে, ক্যাসিনো ১৬টি হলে, প্রহেলিকা ৮টি হলে এবং ‘লাল শাড়ি’ ১১টি হলে মুক্তি পেয়েছে।
নাঈম সজল
সময় এক্সপ্রেস নিউজের সম্পাদক ও প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
Leave a Reply