1. adnan210.net@gmail.com : Kanon Badsha : Kanon Badsha
  2. themesbazar@gmail.com : theam bazar : theam bazar
  3. khanmdmahadi29@gmail.com : Khan Md mahadi : Khan Md mahadi
  4. somoyexpressnews@gmail.com : নাঈম সজল : নাঈম সজল
  5. Kanonbd1@gmail.com : নিউজ ডেষ্ক : সময় এক্সপ্রেস নিউজ ডেস্ক
  6. raytahost@gmail.com : theam 2022 : theam 2022
সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
আকাশ সেনের গানে তৃষ্ণা-হান্নান শাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ বাসীর নির্ভরতার স্থান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ ঝন্টু বরিশাল নগরীর শীতলা খোলা এলাকায় (তুষারের)সন্ত্রাসী কর্মকান্ড থামছে না ?      প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সেনবাগে সেচ্ছাসেবক লীগের মটর শোডাউন গৃহিণী থেকে নগরমাতা আওয়ামী লীগ রুখতে পারলেন না জাহাঙ্গীরকে- গাজীপুরের ‘নগরমাতা’ জায়েদা খাতুন মায়ের বিজয়ের পর যা বললেন জাহাঙ্গীর আলম গাজিপুর সিটি নির্বাচন-৪৫০ কেন্দ্রের ফলাফলে জায়েদা খাতুন ২০ হাজার ভোটে এগিয়ে গাজীপুর সিটি নির্বাচন-৪২৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে টেবিল ঘড়ি গাজিপুরে নৌকার ভরাডূবির শঙ্কা

কোথায় পাবেন ভেজালমুক্ত শিমুল তুলার বালিশ?

  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • প্রিন্ট করুন
শিমুল তুলার বালিশ, ছবিঃ ই-টপ শপিং

মাহাদি খানঃ কোথায় পাবেন ভেজালমুক্ত শিমুল তুলার বালিশ? এই সমস্যা দূর করতে ই-টপ শপিং নিয়ে এলো শিমুল তুলার বালিশের অনলাইন কার্যক্রম।  অত্যান্ত কমমূল্যে মানসম্মত ও ১০০% প্রাকৃ্তিক শিমুল তুলার বালিশ দিচ্ছে ই-টপ শপিং নামের একটা ই-কমার্স সাইট। আর এতে বেশ সাড়া জাগিয়ে তুলছে তারা। ইতিমধ্যে সাধারণ মানুষের কাছেও একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠছে ই-টপ শপিং।

যেখানে সাধারণ এক কেজি শিমুল তুলা কেনতেই লেগে যায় ৫০০-৬০০ টাকা সেখানে আন্তর্জাতিক মানের ডিজাইনের ১ কেজি ওজনের একটা শিমুল তুলার বালিশ মাত্র ৫৫০ টাকায়!

বাচাইকরা শিমুল তুলার চেইন সহ বালিশ মাত্র ৬০০ টাকায়!

বালিশের মধ্যে ভেজাল প্রমান করতে পারলে ১০ হাজার টাকা পুরষ্কার ও ঘোষনা করছে তারা।

এত কমমূল্যে কিভাবে বালিশ দিচ্ছে জানতে চাইলে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী নাঈম সজল জানান, “আমরা মূলত শিমুল তুলা আমদানি করি, সারাদেশে আমরাই শিমুল তুলা সরবরাহ করে থাকি।  এখন আমরা সিদ্বান্ত নিয়েছি নিজেরাই দক্ষ কারিগর দ্বারা আন্তর্জাতিক মান বজায় রেখে বালিশ সাধারণ মানুষদের কাছে সরবরাহ করবো। আমরা আমদানি কারক হওয়ার কারনে এবং মধ্যস্বত্বভোগী না থাকায় কমমূল্যে সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারি ফলে আমাদের খরচ অনেকাংশেই কম। যেহেতু আমরা আমদানি কারক এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি ফলে ভেজাল হওয়ার কোন সম্ভাবনা নেই। তাছাড় আমরা কোন অগ্রিম টাকা নিচ্ছিনা, গ্রাহকের হাতে বালিশ পৌছে দিয়ে আমরা তারপর টাকা নিচ্ছি(ক্যাশ অন ডেলিভারি) আমরাই চ্যালেঞ্জ করছি কেউ যদি আমাদের বালিশের মধ্যে কোনপ্রকার ভেজাল প্রমান করতে পারে তাহলে তাকে ১০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে।  আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই এতে ভালো সাড়া পেয়েছি।”

★ শিমুল তুলার বালিশ কেন ব্যবহার করবেন ?
  • একটি বালিশ অনায়াসে আপনি ৫ বছর ব্যবহার করতে পারবেন।
  •  প্রতি ৬ মাস পরপর রোদে দিলেই বালিশ সবসময় নতুনের মতই দীর্ঘদিন ব্যবহার করা যাবে এবং আপনার ঘুম হবে আরামদায়ক।
  •  বালিশের সঠিক ব্যবহার বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়, সঠিক বালিশের ব্যবহার না হলে ঘাড়, কাঁধ এসব অঙ্গে ব্যথা হতে পারে, ঘুমেও ব্যাঘাত ঘটতে পারে। বালিশ নির্বাচনে ফোম ব্যবহার না করে শিমুল তুলার বালিশ ব্যবহার করাই স্বাস্থ্যের জন্য সবচেয়ে উত্তম বলে মনে করেন চিকিৎসা বিজ্ঞানীরা ।

যেভাবে তাদের শিমুল তুলার বালিশ অর্ডার করবেনঃ

https://www.facebook.com/etopshoppingbd

অফিসিয়াল পেইজে ডুকে ম্যাসেজ করে আপনার নাম, ঠিকানা, মোবাইল নং ও বালিশের পরিমান লিখে পাঠালেই দ্রুত আপনার কাছে বালিশ পৌছে যাবে।  এছাড়াও কল করতে পারেনঃ ০১৩১৬-৪৬৫২৬৫ অথবা ০১৭৮৩-৯৩৮৭৯৮

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2022 somoyexpress.news
Customized By BlogTheme