শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
বড়লেখায় পৌর শহরে ট্রাফিক পুলিশের মতো দাঁড়িয়ে নিসচা, স্কাউট ও ডিএনসিসির সদস্যরা। উল্টোপথে চলা গাড়িগুলোকে আটকে নিয়ম মেনে চলতে চালকদের প্রতি আহবান করা। এতে কেউ আর উল্টাপথে গাড়ি চালাচ্ছেন না। হেলমেটহীন মোটরসাইকেল চালালে তাকে আটকে হেলমেট পরার পরামর্শ দেওয়া। কেউ যত্রতত্র স্থানে গাড়ি রাখলে তাদের গাড়ি নির্দিষ্টস্থানে রাখাতে মাইকিংয়ে মাধ্যমে প্রচারণা করা। এতে সড়কে শৃঙ্খলা ফিরেছে। যানজট কমেছে।
রবিবার (১১ আগস্ট) বড়লেখায় পৌরশহরের প্রধান সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে টানা ৫ দিন থেকে প্রতিদিনের মতো আজও ধারবাহিকভাবে স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা শাখা ও পাশাপাশি বিভিন্ন স্কাউট গ্রুপ, বিএনসিসি সড়ক শৃঙ্খলার কাজে নিয়োজিত ছিলো। দেশের চলমান পরিস্থিতিতে এমন ভূমিকা সর্ব মহলে প্রশংসিত হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, যে কাজ ট্রাফিক পুলিশের। সেটা তারা করছে। ট্রাফিক পুলিশ না পারলেও স্বেচ্ছাসেবীরা সড়কে শৃঙ্খলা ফিরিয়েছে। এই জন্য তারা প্রসংশার দাবিদার।
Leave a Reply