নিজেস্ব প্রতিবেদকঃ র্যাব-৯, (ইসলামপুর ক্যাম্প) সিলেট এর অভিযানে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন বাদেশ^র এলাকা থেকে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার।
র্যাব-৯, সিলেট এর আওতাধীন সিপিএসসি, (ইসলামপুর ক্যাম্প), সিলেট এর একটি আভিযানিক দল সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন এলাকায় অভিযান পরিচালনাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন বাদেশ^র এলাকা থেকে ৩১১ বোতল বিদেশী মদ উদ্ধার করে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত মাদকদ্রব্য তথা বিদেশী মদ সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।