রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বগুড়া শিবগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন নাগরিক ঐক্যে শিবগঞ্জ উপজেলা কমিটি।
সোমবার সন্ধায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলীয় কার্য়লয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব আব্দুল বাছেদ ( বাদশা)। তিনি বলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের শোচনীয় পতন হয়েছে। এই স্বৈরাচার আওয়ামী লীগ পতনের পর এক শ্রেণির দুর্বৃত্তরা ছাত্র-জনতার গৌরবময় অর্জনকে ম্লান করার অপচেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়েছে তারা।উপজেলার বিভিন্ন স্থানে লুটতরাজ ও চাঁদাবাজির মত ঘটনা ঘটেছে।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। সেইসাথে দলমত নির্বিশেষে সকল ধর্ম-গোত্রের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন শিবগঞ্জ উপজেলা কোন জায়গায় নাগরিক ঐক্যের নামে কেহ যদি কোন চাঁদাবাজি করে তাদেরকে প্রশাসনের নিকট ধরিয়ে দিবেন এবং আমাদেরকে খবর দিবেন। এসময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যে শিবগঞ্জ উপজেলার আহবায়ক শহিদুল ইসলাম, নাগরিক ঐক্যের নেতা অমিত হাসান, মেহেদি হাসান, সোহেল রানাসহ নাগরিক ঐক্যের বিভিন্ন প্রর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply