নিজস্ব প্রতিবেদক ঃখান মেহেদী
বাঙালির চেতনার মাস বায়ান্ন’র ফাল্গুনকে বরণ করতে সামাজিক সংগঠন স্বভূমি ঢাকায় এবার ১৩ তম বারের মতো আয়োজন করল বর্ণমালা সমাবেশ ও আলোচনা সভার। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের জন্য স্বাস্থ্যবিধি মেনে বর্ণমালা সমাবেশ ও আলোচনা সভাটি সংস্থার যাত্রাবাড়ীস্থ কার্যালয়ে ১ ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) সংক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ভাষাসৈনিক মোবারক হোসেন ২০০৮ সালে ১ ফাল্গুন প্রথম বর্ণমালা সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেন। এরই ধারাবাহিকতায় তারই প্রতিষ্ঠিত সংগঠন স্বভূমি প্রতি বছর ১ ফাল্গুন বর্ণমালা সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে আসছে।
বর্ণমালা সমাবেশে সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন স্বভূমি’র চেয়ারম্যান এইচ এম মোশাররফ হোসেন এবং সভার সঞ্চালনা করেন স্বভূমি’র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান। স্বভূমি’র প্রধান নির্বাহী সমাজচিন্তক মোজাম্মেল হোসেন মোহন বলেন, ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনা তরুন ও নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে স্বভূমি অঙ্গীকার পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। ভাষার মাসকে বরণ করতে বর্ণমালা সমাবেশটি স্বভূমি’র অন্যতম কর্মসূচী। ফাল্গুন মাসকে বরণের মাধ্যমে তরুণ প্রজন্ম যেন বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে লালন করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় কাজ করে। অনুষ্ঠানে স্বভূমি’র কোষাধ্যক্ষ সাংবাদিক ফয়েজ উদ্দিন বেলাল এবং স্বভূমি’র পরিচালক ডাক্তার হিরোন আল আকাশ ভাষা আন্দোলনের সকল বীর শহিদ এবং সকল ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সমাবেশে বাংলা সম্বলিত বিভিন্ন বাংলা বর্ণমালা স্বভূমি’র সদস্যদের হাতে তুলে দেন।