1. adnan210.net@gmail.com : Kanon Badsha : Kanon Badsha
  2. themesbazar@gmail.com : theam bazar : theam bazar
  3. khanmdmahadi29@gmail.com : Khan Md mahadi : Khan Md mahadi
  4. somoyexpressnews@gmail.com : নাঈম সজল : নাঈম সজল
  5. Kanonbd1@gmail.com : নিউজ ডেষ্ক : সময় এক্সপ্রেস নিউজ ডেস্ক
  6. raytahost@gmail.com : theam 2022 : theam 2022
সোমবার, ২৯ মে ২০২৩, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ বাসীর নির্ভরতার স্থান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ ঝন্টু বরিশাল নগরীর শীতলা খোলা এলাকায় (তুষারের)সন্ত্রাসী কর্মকান্ড থামছে না ?      প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সেনবাগে সেচ্ছাসেবক লীগের মটর শোডাউন গৃহিণী থেকে নগরমাতা আওয়ামী লীগ রুখতে পারলেন না জাহাঙ্গীরকে- গাজীপুরের ‘নগরমাতা’ জায়েদা খাতুন মায়ের বিজয়ের পর যা বললেন জাহাঙ্গীর আলম গাজিপুর সিটি নির্বাচন-৪৫০ কেন্দ্রের ফলাফলে জায়েদা খাতুন ২০ হাজার ভোটে এগিয়ে গাজীপুর সিটি নির্বাচন-৪২৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে টেবিল ঘড়ি গাজিপুরে নৌকার ভরাডূবির শঙ্কা তরুণ প্রজন্মের ফটোগ্রাফার নয়ন আহম্মেদ এর জন্মদিন আজ

সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনায় হাইকোর্টের রুল

  • আপডেট সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • প্রিন্ট করুন

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনায় পার্ক সংশ্লিষ্টদের অবহেলাকে কেন দায়ী করা হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটিকে অবিলম্বে তদন্তকাজ শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, প্রধান বন সংরক্ষক, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক, সহকারী বন সংরক্ষক, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা, গাজীপুরের জেরা প্রশাসক, পুলিশ সুপার, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সহকারী কমিশনারকে (ভূমি) রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আতাউল্লাহ নুরুল কবীর। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ফারহানা আফরোজ।

আইনজীবী আতাউল্লাহ নুরুল কবীর গণমাধ্যমকে বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত খবর-প্রতিবেদন যুক্ত করে গত ২ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী হারুন-অর রশিদ। তখন পর্যকন্ত ১১টি জেব্রা ও একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যুর থবর ছিল। যে কারণে রিটে ১২টি বন্যপ্রাণী মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। পরে একটি সিংহী মৃত্যুর বিষয়টিও আশা করি এতে অন্তর্ভূক্ত হয়ে যাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত ২ জানুয়ারি ২৫ জানুয়ারি পর্যন্ত নয়টি এবং ২৯ জানুয়ারি আরো ২টি জেব্রা মারা যায়। এ ছাড়া সম্প্রতি সেখানে একটি বাঘ ও একটি সিংহীরও মৃত্যু ঘটে।

এ ঘটনায় গত ২৬ জানুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে জেব্রার মৃত্যুর কারণ উৎঘাটন ও করণীয় নির্ধারণ করতে বলা হলেও নির্দিষ্ট সময়ে তদন্ত কাজ শেষ না হওয়ায় এই মেয়াদ আরো ১০ কর্মদিবস বাড়ানো হয়। এ ছাড়া তদন্ত কমিটিতে আরো তিন সদস্য যুক্ত করা হয়।

এর মধ্যে সাফারি পার্কের ১৩টি প্রাণীর মৃত্যুর ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। পার্কে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সীমানা প্রাচীরের ভেতর থেকে খাবার পাচার, জেব্রা ও বাঘ মৃত্যুর ঘটনাটি গোপন রাখা এবং জেব্রাগুলোকে হত্যার অভিযোগ ওঠায় গত ৩১ জানুয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান ও চিকিৎসক ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনের পার্কের দায়িত্ব থেকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। পরে ২ ফেব্রুয়ারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবিরকেও দায়িত্ব থেকে সরিয়ে নেয়। সবশেষ গত ১০ ফেব্রুয়ারি বন্যপ্রাণী তত্ত্বাবধায়ক সারোয়ার হোসেনকে সরানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2022 somoyexpress.news
Customized By BlogTheme