খান ফেরদাউস
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন -এর সাবেক ছয় বারের নির্বাচিত আমৃত্যু কালীন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম রুস্তম আলী মোল্লা’র বাড়িতে এলাকার জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ (১৯ আগষ্ট) সোমবার সান্ধায় মরহুম রুস্তম আলী মোল্লা’র একমাত্র সুযোগ্য সন্তান মোল্লা মাহমুদ বিন আলী মিজানের আহবানে
বড়িয়া,দাওকাঠী,নন্দপাড়াসহ আশপাশের এলাকার জনগণের সাথে মতবিনিময় সবায় উপস্থিত শুভাকাঙ্ক্ষী অনুরাগীদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।সর্বজন শ্রদ্ধেয় মাওলানা রুহুল আমীন খান সাবেক আরবি প্রভাষক বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা,মুহাম্মদ মোস্তাফিজুর রহমান নান্না,শিক্ষক আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়,মুহাম্মদ জয়নাল আবেদীনখান,নজরুল হাওলাদার,আনোয়ার খান,হালিম জোমাদ্দার,মুহাম্মদ পান্না মল্লিক,আব্দুস সত্তার হাওলাদার’সহ প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত সকলের সাথে কুশল বিনিময়ে কালে মিজান মোল্লা বলেন দীর্ঘদিন আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম রুস্তম আলী মোল্লা আপনাদের সাথে সবার পরমর্শ নিয়ে এলাকার জনগণের স্বার্থে কাজ করে গেছেন
আপনারাও আমাদের ডাকে সারা দিয়েছেন এলাকার সবাই তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন।তিনি মারা যাওয়ার পর আমাদের মধ্যে অনেকটাই দুরত্ব তৈরী হয়ে যায়।যেহেতু এখন দেশ থেকে স্বৈরাচারী সরকার এর বিদায় হয়েছে দেশে একটি সুন্দর পরিবেশ তৈরী হয়েছে।আমরা চাই আমাদের মধ্যে পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটি পরিবেশ তৈরী করবো।
তিনি আরও বলেন।আমরা দীর্ঘদিন বি এনপি করার কারণে বহুত মিথ্যা মামলা মোকদ্দমার শিকার হয়েছি।আমার বাবা রুস্তম আলী মোল্লা মৃত্যুর ১৪ দিনের মাথায় সন্ত্রাসী চাঁদাবাজ একটি মহল আমার উপর মিথ্যা মামলা দিয়ে আমাকে এলাকার বাহিরে থাকতে হয়েছে।এর পরেও সকল মামলা উপেক্ষা করে আপনাদের পাশেই ছিলাম।আপনারাও আমাদের সহযোগিতা করেছেন।
মিজান মোল্লা এলাকারবাসীর উদ্দেশ্য বলেন আমাদের মোল্লা পরিবার আমাদের ঐক্যেতা আমাদের চেয়ারম্যান সবার অর্জন বিগত দিনে আমরা ঐকবদ্ধ থাকার জন্য কখনো কোথাও হেরে যেতে হয়নি।আমরা আবার যদি পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ হতে পারি সর্বক্ষেত্রে আমরাই বিজয় হবো।
Leave a Reply