পাবনা প্রতিনিধিঃ র্যাব-১২, সিপিসি-২ পাবনা ২০০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-১২, সিপিসি-২ পাবনা, এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন মহেন্দ্রপুর বাইপাস মোড়স্থ শাহীন থাই এ্যালুমিনিয়াম এন্ড গ্লাস হাউস এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে (০২ জন মাদক ব্যবসায়ী) ধৃত আসামী ০১। মোঃ সাকিল সিকদার (৩৮) (ট্রাক চালক), পিতা-মোঃ কামাল সিকদার, ০২। মোঃ স¤্রাট সিকদার (২৭), পিতাঃ মোঃ কামাল সিকদার, উভয় সাং- এদ্রাকপুর, থানা- সাঁথিয়া, জেলা- পাবনাদের’কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ২০০ (দুইশত) বোতল ফেন্সিডিল, মোবাইল-০৩টি, সীম কার্ড-০৬টি এবং নগদ ১৬০০/- (ষোল শত) টাকা, ট্রাক ০১ টি, কেস স্লিপ ০১ টি, ইন্সুরেন্স ০১ টি, পাথর ৩৪.৪৩০ মেঃ টন সহ উদ্ধার করে। ধৃত আসামীদ্বয়’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজেদের হেফাজতে রেখে নিজ জেলাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে ।