নেছারাবাদ প্রতিনিধি : পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সদর ইউনিয়নের শেষ সীমান কুমারখালী বাজার সংলগ্ন মরা বলেশ্বর নদীর উপরে চরবানিয়ারি ইউনিয়নের সংযোগ লোহার পুলের সঙ্গে বালুর জাহাজের মুখোমুখি সংঘর্ষে হয়। সংঘর্ষের সাথে সাথে ঘটনাস্থলে জাহাজ চালকের মৃত্যু হয় । জাহাজ চালকের নাম মো: মিলন। মৃত মিলন পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামের হাওলাদার বাড়ির দেলোয়ার হোসেনের বড় ছেলে।
আজ ৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ৪টার সময় কালিগঞ্জ এলাকা থেকে বালু নামিয়ে ওই জাহাজ ফেরার পথিমধ্যে কুমারখালী বাজারের ব্রিজের সাথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে ছুটে যান এবং মৃত্যু মিলনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মিলনের মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় মিলন একজন শান্ত স্বভাবের মানুষ ছিল। মিলনের এই মৃতু এলাকাবাসী কোনভাবেই মেনে নিতে পারছে না।
Leave a Reply