নিপুনের গোপন স্ক্রিনশট ফাস করে দিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।
আজ তিনি তার ফেসবুক আইডিতে নিপুনের সেই স্ক্রিনশট দিয়ে লিখেন,
“যেহেতু নিপুন সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে, আমাকে তিনি বাতিল ভোটগুলো কাউন্ট করার জন্যে কোন sms দেননি, তাই ” সাক্ষ্য আইন ১৮৭২” অনুযায়ী ওটার প্রমান দেয়া আমার জন্যে “ফরজ” হয়ে দাঁড়িয়েছে- তা না দিলে সেটা আমার বিরুদ্ধে অপরাধ বলে গন্য হবে।ডিএ তায়েফ ঐ সাংবাদিক সম্মেলনেই বলেছিলো প্রমান থাকলে দেখান- আমি সে কারনেই দেখালাম।
(( গোপনীয়তার জন্যে তার মোবাইল নাম্বার দেয়া হলো না,তবে যদি এটার প্রতিবাদ করা হয়,তাহলে মোবাইল নাম্বারযুক্ত sms প্রমান হিসেবে দেয়া হবে।))”