সেনবাগ প্রতিনিধিঃ নোয়াখালী সেনবাগ উপজেলার অন্যতম উচ্চ মাধ্যমিক বিদ্যাপিঠ ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিদ্যালয়টিতে নানান কর্মসূচি পালন করেছে।
রাত ১২.০১ মিনিটে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের পক্ষ থেকে নব-নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন পরিচালনা পরিষদের সভাপতি ভিপি জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পরিচালনা পরিষদের সদস্যরা।
সকাল ১০ ঘটিকায় এক বিশেষ আলোচনাসভা, ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বিদ্যালয়ে প্রধানশিক্ষক আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি জসিম উদ্দিন চৌধুরী।
এছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সময় এক্সপ্রেস নিউজ/নাঈম