নিজস্ব প্রতিবেদক :
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিধবা নারীসহ ৩ জনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভুগী নারী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, উপজেলার ৫ নং দূর্গাপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দক্ষিন গোবিন্দপুর এলাকায় মোসাঃ জাহানারা বেগম তার সন্তানসহ সরকারী ঘরে বসবাস করছে। তার স্বামী দীর্ঘ ১৩ বছর পূর্বে মারা যাওয়ায় তাদের আত্নীয় মৃত সোবাহান মেলকারের ছেলে আঃ খালেক মেলকারসহ মোসা; রাবেয়া বেগম তানজিলা আক্তার, তাহিয়া আক্তার, ফজলু মেলকার মিলে জমি দখল করে নেয়। এতে বসতভিটা হারা জাহানারা অবশেষে সরকারী ভুমিহীনদের জন্য বরাদ্দ দেয়া ঘরে বসবাস করছে। জমি দখলের পরেও যেন ক্ষ্যন্ত হয়নি অভিযুক্তরা। জাহানারার সরকারী ঘর দখলেও লিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা বলে অভিযোগে উল্লেখ রয়েছে। যার ধরুণ জাহানারাকে বিভিন্ন সময় খুন-জখম ও মিথ্যা মামলার হুমকি দিয়ে আসছিল তারা। এরই ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারী সকাল ৭ টায় জাহানারা তার স্বামীর কবরের মাটি সরে গেলে তা সংস্কারের জন্য কাজ শুরু করলে অভিযুক্তরা বাধা দেয় ও অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করলে জাহানারাকে কিল-ঘুসিসহ লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। এছাড়া খালেক মেলকার জাহানারার দুই কানে থানা স্বার্ণের কানবালা ছিনিয়ে নেয়। এতে তার বাম কানেও জখম হয়। জাহানারার ডাক-চিৎকারে শুনে পার্শ্ববর্তী মোঃ মোক্তার সরদার ও সাগর মেলকার ছূটে আসলে তাদেরকেও পিটিয়ে জখম করে অভিযুক্তরা। এছাড়া খালেক মেলকার ও ফজলু মেলকার জাহানারাকে শ্লীলতাহানী করে । এতে ডাক চিৎকারে স্থানীয়সহ সকল লোকজন ছূটে আসলে তারা উদ্বার করে আহত জাহানারাসহ সাগর ও মোক্তারকে বাকেরগঞ্জ সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্বে যথযোপযুক্ত বিচারের প্রত্যাশা করেছেন ভুক্তভুগী জানানারাসহ স্থানীয়রা।