1. [email protected] : admins :
  2. [email protected] : Kanon Badsha : Kanon Badsha
  3. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  4. [email protected] : Nayon Ahammad : Nayon Ahammad
  5. [email protected] : News Editir : News Editir
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ কবিরহাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: কয়েকজন গুরুতর আহত, একজন গ্রেফতার পারফেক্ট ইলেকট্রনিক্স-এর প্রতিষ্ঠাতা ও সিইও গোলাম শাহরিয়ার কবীর পেলেন “সন্মাননা স্মারক”! বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মিরর ম্যাগাজিন আয়োজিত ঈদুল আযহা মেলা নতুন গল্পে অপ্সরা বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক ও উপস্থাপক হাসনাত জোবায়ের ‘লাবণ্য অ্যাওয়ার্ড ২০২৫’-এ সেরা ফ্যাশন ফটোগ্রাফার সম্মাননা পেলেন আরিয়ান আহমেদ আন্দোলন স্থগিত, শপথ পড়াতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ইশরাকের একসঙ্গে গাইলেন আকাশ-অন্তরা

লামায় ১৭টি বসতঘর পোড়ানোর ঘটনায় আটক ৪,পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

মুহাম্মদ এমরান
বান্দরবান

লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করেছে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বেতছড়া ত্রিপুরা পল্লীর ১৭টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে  পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে।

গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে বারোটা থেকে পৌনে একটার মধ্যে উপজেলার সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ববেতছড়া টঙ্গঝিরি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের পর বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে গঙ্গাং মনি ত্রিপুরা নামে একজন লামা থানায় ৭ জনের নামসহ আরো কয়েকজন অজ্ঞাত  আসামী করে একটি মামলা দায়ের করে। পরে রাতেই পুলিশ লামার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উক্ত মামলার ৪জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ার বাসিন্দা স্টিফেন ত্রিপুরা (৫০) মইশৈ ম্যা ত্রিপুরা (৪৮) টংগঝিরি পাড়ায় বাসিন্দা জোয়াতিং ত্রিপুরা (৫২) এবং টংগঝিরি পাড়ায় বাসিন্দা মো.ইব্রাহিম (৬৫)।

এদিকে লামার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ায় ত্রিপুরা পল্লীতে ১৭টি ঘর পুড়ে যাওয়ার ঘটনায় বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে লামা থানায় এক প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার সাংবাদিকদের জানান,ত্রিপুরা সম্প্রদায়ের দুইটি গ্রুপের আধিপত্য ও দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটেছে।এই ঘটনায় গতরাত অভিযান চালিয়ে ৪ জন আসামী গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করে আসামীদের রিমান্ড চাইবে পুলিশ।

এদিকে চন্দ্রম‌নি ত্রিপুরা, বিদ‌্যাম‌নি ত্রিপুরাসহ পাড়াবাসীরা জানান, গত২৪ ডিসেম্বর রা‌তে পার্শ্ববর্তী গির্জায় বড়‌দিন পালন কর‌তে গে‌লে পুরো পাড়া খা‌লি হ‌য়ে যায়। এ সময় কে বা কারা পু‌রো পাড়ায় আগুন জ্বা‌লি‌য়ে দি‌য়ে‌ছে। এখন আমরা চরম ক‌ষ্টে রাত কাটা‌চ্ছি। আমাদের খাবার পর্যন্ত নাই। তদন্ত সা‌পে‌ক্ষে দোষী‌দের বিচার দা‌বি কর‌ছি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব বেতছড়াপাড়াতে আসেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাউছার।

ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান।

এ সময় জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ব‌লেন, ‘আমরা এ বিষ‌য়ে ক‌ঠোর। এখা‌নে আমরা অনাকাঙ্ক্ষিত কোনও ঘটনা দেখ‌তে চাই না। আমরা আজ প‌রিদর্শন ক‌রে দেখ‌তে পে‌য়ে‌ছি ১৯‌টি ঘ‌রের ম‌ধ্যে ১৭‌টি ঘর পু‌ড়ে গে‌ছে। আশা কর‌ছি, এর মূল কারণ আমরা বের কর‌তে পার‌বো। আমরা এটি নি‌য়ে কাজ কর‌ছি।’

পু‌লিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাউছার ব‌লেন, ‘বিষয়‌টি‌কে আমরা স‌বোর্চ্চ গুরুত্ব দি‌চ্ছি। ঘটনা‌টি ঘটার পর ৭ জন‌কে আসামি ক‌রে এক‌টি মামলা হ‌য়ে‌ছে। রাতভর আমরা এখ‌া‌নে অভিযান পরিচালনা ক‌রে‌ছি। ৪ জন‌কে গ্রেফতার ক‌রে‌ছি।
এ ছাড়া মঙ্গলবার ঘটনার পরপরই লামার ইউএনও ও ওসি ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন। ঘটনা‌টি‌কে পু‌লিশ প্রশাসন ও জেলা প্রশাসন স‌বোর্চ্চ গুরুত্ব দি‌য়ে দেখছে।’

উল্লেখ্য, গত ছয় মাস আগে লামা উপজেলা ও পাশের আলীকদম উপজেলা থেকে ১৯টি ত্রিপুরা পরিবার উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়াপাড়ায় বসতি শুরু করে। বড়দিন উপলক্ষে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এসব পরিবারের লোকজন পাশের টংগঝিরি পাড়ার গির্জায় প্রার্থনা করতে যায়। এই ফাঁকে দুর্বৃত্তরা পাড়ার ঘরগুলোতে আগুন লাগিয়ে দেয়। এতে ১৭টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার পর ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’ও ঘটনা স্থল পরিদর্শনে আসবেন বলে খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews