1. [email protected] : admins :
  2. [email protected] : Kanon Badsha : Kanon Badsha
  3. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  4. [email protected] : Nayon Ahammad : Nayon Ahammad
  5. [email protected] : News Editir : News Editir
বুধবার, ১৮ জুন ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইসরায়েলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: নেতানিয়াহুর দপ্তর উজ্জীবিত ইসি, বইছে ভোটের হাওয়া হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ কবিরহাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: কয়েকজন গুরুতর আহত, একজন গ্রেফতার পারফেক্ট ইলেকট্রনিক্স-এর প্রতিষ্ঠাতা ও সিইও গোলাম শাহরিয়ার কবীর পেলেন “সন্মাননা স্মারক”! বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মিরর ম্যাগাজিন আয়োজিত ঈদুল আযহা মেলা নতুন গল্পে অপ্সরা বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক ও উপস্থাপক হাসনাত জোবায়ের ‘লাবণ্য অ্যাওয়ার্ড ২০২৫’-এ সেরা ফ্যাশন ফটোগ্রাফার সম্মাননা পেলেন আরিয়ান আহমেদ

আদালতে হাজিরা দিতে গিয়ে বাকেরগঞ্জের একাধিক মামলার আসামি মোস্তাফিজুর রহমান কনক গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব সংবাদদাতা:- বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের একাধিক মামলার আসামি মোস্তাফিজুর রহমান কনক গ্রেফতার ।

রবিবার (২৯ শে ডিসেম্বর) বরিশাল কোর্টে হাজিরা দিতে গেলে তাকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কাস্টুরি দেয। গ্রেফতারকৃত আসামি মোস্তাফিজুর রহমান কনক বাকেরগঞ্জ উপজেলার কলস কাঠি ইউনিয়নের ৪ নংওয়ার্ড এলাকার নূর হোসেন আকন এর পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, কলস কাঠি ইউনিয়ন যুবলীগ নেতা ছিল মোস্তাফিজুর রহমান কনক। একাধিক মামলার আসামি হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এলাকার বিভিন্ন নিরহ মানুষকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে নানা হয়রানি করে আসছিল মুস্তাফিজুর রহমান কনক। বিগত দিনে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জমি দখল থেকে শুরু করে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজি করে আসছে এছাড়াও জুলাই -আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নিয়ন্ত্রণাধীন দলীয় বাহিনী নিয়ে কলস কাঠিতে ছাত্র-জনতার বিরুদ্ধে ত্রাসসৃষ্টি করেছিল। সে একাধিক মামলার এজাহার নামীয় আসামী বলেও সুত্রে জানা গেছে।

এবিষয়ে বাকেরগঞ্জ থানারা ওসি‌‌ শফিকুল ইসলাম জানান, সিরাজুল ইসলাম নামে এক আসামী বরিশাল কোর্টে হাজিরা দিতে গেলে তাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন। সে এজাহার নামীয় আসামী বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews