নিজস্ব সংবাদদাতা:- বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের একাধিক মামলার আসামি মোস্তাফিজুর রহমান কনক গ্রেফতার ।
রবিবার (২৯ শে ডিসেম্বর) বরিশাল কোর্টে হাজিরা দিতে গেলে তাকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কাস্টুরি দেয। গ্রেফতারকৃত আসামি মোস্তাফিজুর রহমান কনক বাকেরগঞ্জ উপজেলার কলস কাঠি ইউনিয়নের ৪ নংওয়ার্ড এলাকার নূর হোসেন আকন এর পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, কলস কাঠি ইউনিয়ন যুবলীগ নেতা ছিল মোস্তাফিজুর রহমান কনক। একাধিক মামলার আসামি হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এলাকার বিভিন্ন নিরহ মানুষকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে নানা হয়রানি করে আসছিল মুস্তাফিজুর রহমান কনক। বিগত দিনে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জমি দখল থেকে শুরু করে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজি করে আসছে এছাড়াও জুলাই -আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নিয়ন্ত্রণাধীন দলীয় বাহিনী নিয়ে কলস কাঠিতে ছাত্র-জনতার বিরুদ্ধে ত্রাসসৃষ্টি করেছিল। সে একাধিক মামলার এজাহার নামীয় আসামী বলেও সুত্রে জানা গেছে।
এবিষয়ে বাকেরগঞ্জ থানারা ওসি শফিকুল ইসলাম জানান, সিরাজুল ইসলাম নামে এক আসামী বরিশাল কোর্টে হাজিরা দিতে গেলে তাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন। সে এজাহার নামীয় আসামী বলেও জানান তিনি।
Leave a Reply