এফ.আই.নয়ন (স্টাফ রিপোর্টার) “এগেইন্সট ফান্ডামেন্টালিজম বিডি ” এর প্রতিষ্ঠাতা
জুলেখা আক্তার। যিনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার এবং তরুন উদ্যোক্তা।
জুলেখার বাবা জামাল উদ্দিন এবং মা রাবেয়া বেগম। তার ২ ভাই জয়নাল আবেদীন ও জুনায়েদসহ পুরো পরিবার এখন মৌলবাদী সন্ত্রাসীদের করা হুমকি জীবন নাশের আতংক নিয়ে জীবনযাপন করছেন।
জুলেখা সহ পুরো পরিবারের একটাই অপরাধ ” এগেইন্সট ফান্ডামেন্টালিজম বিডি ” প্রতিষ্ঠা করা। যে সংগঠন এর মূল উদ্দেশ্য স্কুল-মাদ্রাসা সহ যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক দারা ছাত্র-ছাত্রীদের যৌন নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়া।
এ ছাড়া এই সংগঠনের উদ্দেশ্য ট্রান্সজেন্ডার অধিকার, শিশু ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হওয়া, ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং ধর্মের অপব্যবহার করা বন্ধ করা।
২০১৯ সালের ৫ই এপ্রিল প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। আর একই বছরের ২রা আগস্ট থেকে নেমে আসে পরিবারটির উপর অমানুষিক নির্যাতন, হুমকি,ধমকি।
সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে জুলেখার উপর আসতে থাকে শারীরিক, মানসিক নির্যাতন। একে একে বেশ কয়েকবার তাকে অমানুষিক নির্যাতন করে আহত করার মত ঘটনাও ঘটেছিলো। সব শেষ তিনি নিজেকে রক্ষা করতে গত ১২ই জানুয়ারি ২০২২ সালে আমেরিকায় পাড়ি জমান।
তাতেও ক্ষান্ত হননি দুষ্কৃতিকারীরা। দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের ধারনা জুলেখা আমেরিকা থেকে নাস্তিকবাদ শক্তি নিয়ে তাদের প্রতিহত করবে। আর তাই সে দেশে ফিরলে তাকে হত্যা করা হবে বলে তার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
২০১৯ সালের ২রা আগস্ট জুলেখার ছোট ভাই জুনায়েদকে হেফাজত ও জামাতে ইসলামীর পরিচয় দানকারী ৪/৫ জন ব্যক্তি নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে তুলে নিয়ে নির্জন জায়গায় নিয়ে যৌন নির্যাতন করে। সেদিনই সারাদিন পার হয়ে গেলে অনেক খোজাখুজি করে পঞ্চবটীর এক নির্জন স্থান থেকে ছোট ভাই জুনায়েদকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। জুনায়েদের জ্ঞান ফিরলে সে সমস্ত ঘটনা পরিবারের লোকদের জানায়।
এই ব্যপারে জুলেখার বাবা প্রতিবাদ করলে দুষ্কৃতিকারীরা পরিবারের সবাইকে প্রান নাশের হুমকি দেয় এবং এর কিছুদিন পর ই জুলেখার বাবাকে জোরপূর্বক দুষ্কৃতিকারীদের ই কয়েকজন ভয়ভীতি দেখিয়ে সারাদিন আটকে রাখে এবং বলে ব্যপারটা জানাজানি হলে সারাজীবনের জন্য গুম করে দিবো৷
এই বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বললে ঘটনার সত্যতা নিশ্চিত করা গেলেও ভয়ে কেউ দুষ্কৃতিকারীদের নাম প্রকাশ করেন নাই।
জুলেখার পরিবার কেনো আইনগত ব্যবস্থা নেন নাই তা জানতে চাইলে, জুলেখা জানান – যেখানে তাদের ভয়ে কেউ মুখ খুলতে চাইছে না সেখানে আইনগত ব্যবস্থা নিয়ে আমার,পরিবারের উপর আর নির্যাতন আনতে চাই না। যদিও তিনি তার পরিবার নিয়ে অনেক শঙ্কিত তারপরও বড় ধরনের কোনো বিপদ আর না আসুক তাই সে আইনগত ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানায়।