1. [email protected] : admins :
  2. [email protected] : Kanon Badsha : Kanon Badsha
  3. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  4. [email protected] : Nayon Ahammad : Nayon Ahammad
  5. [email protected] : News Editir : News Editir
শুক্রবার, ২০ জুন ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইসরায়েলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: নেতানিয়াহুর দপ্তর উজ্জীবিত ইসি, বইছে ভোটের হাওয়া হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ কবিরহাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: কয়েকজন গুরুতর আহত, একজন গ্রেফতার পারফেক্ট ইলেকট্রনিক্স-এর প্রতিষ্ঠাতা ও সিইও গোলাম শাহরিয়ার কবীর পেলেন “সন্মাননা স্মারক”! বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মিরর ম্যাগাজিন আয়োজিত ঈদুল আযহা মেলা নতুন গল্পে অপ্সরা বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক ও উপস্থাপক হাসনাত জোবায়ের ‘লাবণ্য অ্যাওয়ার্ড ২০২৫’-এ সেরা ফ্যাশন ফটোগ্রাফার সম্মাননা পেলেন আরিয়ান আহমেদ

বাকেরগঞ্জে এখনও দাবড়িয়ে বেড়াচ্ছে স্বৈরাচারের দোসরা : সন্ত্রাসী হামলায় যুবদল নেতাসহ আহত ৩

  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :- বরিশালের বাকেরগঞ্জে স্বৈরাচারের দোসরদের সন্ত্রাসী হামলায় জেলা যুবদল নেতা মিজানুর রহমান সহ তিন জন আহত হয়েছেন। অপর আহতরা হলেন- বাগদিয়া এলাকার ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও স্থানীয় রাকিব নামের এক ছাত্র। এরপর আহত অবস্থায় এদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার কলসকাঠি গ্রামে পতিত ফ্যাসীবাদী সরকারের সঙ্গী জাতীয় পার্টির ক্যাডারদের সন্ত্রাসী হামলার শিকার হন তারা।
হাসপাতালে চিকিৎসাধীন হামলার শিকার বাকেরগঞ্জ উপজেলা যুবদলের ১ নং সদস্য ও জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান হাওলাদার শনিবার বিকেলে ইউনিভার্সেল নিউজকে বলেন, কলসকাঠি বাজারে ওয়ার্ড যুবদল নেতা আনোয়ার হোসেনের ডেকোরেটরের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শনিবার সকালে দোকানের সামনে আনোয়ার হোসেন স্থানীয় কাদের নামের এক ব্যক্তির কাছে বকেয়া টাকা চাইলে তিনি তেলেবেগুনে জ্বলে উঠে দেখিয়ে দেওয়া হুমকি প্রদর্শন করেন। তাৎক্ষনিক এই কাদের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশে ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে পরিচিত ভাড়ায় সন্ত্রাসী হিসেবে কাজ করা পেশাদার অপরাধী চক্রকে খবর দেন। এরপর সংঘবদ্ধ চক্রের অন্যতম সদস্য এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী ও চিহৃিত মাদককারবারী হিসেবে পরিচিত শাহিন, রাকিব ও আলমাসের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী এসে আমাদের ওপর হামলা চালিয়েছে।
জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান আরো বলেন, এই হামলাকারীরা স্বৈরাচারের দোসর হিসেবে গত সাড়ে ১৫ বছরে বাকেরগঞ্জে
নানা অন্যায়-অপকর্মে যুক্ত থেকে অগাধ বিত্তবৈভবের মালিক বনে গেছেন। এদের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে পারতো না। ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পরও এরা এলাকায় অবৈধভাবে ভেকু দিয়ে রাতের আধারে বিভিন্ন চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছে।
হামলার শিকার স্থানীয় রাহাদ হোসেন এশিয়ান টিভির প্রতিনিধিকে বলেন- যুবদল নেতাদের ওপর একদল সন্ত্রাসী হত্যাচেষ্টায় হামলা চালায়। হামলা চলাকালীন সময়ে ভিডিও করতে গেলে সন্ত্রাসীরা আমার ওপরও হামলা চালিয়েছে। তিনি বলেন, আমি এসকল অস্ত্রধারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
স্থানীয় যুবদলের কর্মীরা বলছেন, স্বৈরাচারের দোসরারা এখনও এলাকায় বহাল তবিয়তে থেকে অদৃশ্য শক্তিতে বীরদর্পে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। এদের অত্যাচারে এখনও এলাকার শান্তিপ্রিয় নারী-পুরুষ অতিষ্ঠ। একইসঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের ওপর চোরাগুপ্তা, অতর্কিত হামলা চালিয়ে আসছে গড়ে তোলা চক্রটি। এই অপরাধী চক্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যুবদলের কর্মী-সমর্থকরা। পতিত ফ্যাস্টিস সরকারের দোসরদের সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাকেরগঞ্জ ও জেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা।
যুবদলের সূত্রগুলো বলছে, দোসরদের কর্তৃক এহেন ন্যাক্কারজনক হামলার বিষয়ে আমরা জেলা যুবদলের নেতৃবৃন্দকে অবহিত করেছি।
বাকেরগঞ্জ থানার ওসি মো: শফিকুল ইসলাম বলেন, আমি এখনও এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগতপন্থায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews