মোঃ মিনহাজুল ইসলাম সুজন বাকেরগঞ্জ প্রতিনিধি –
বরিশালের বাকেরগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে শাহিনুর বেগম (৪২) ও জাকির মাঝি (৪০) কে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।
বাকেরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের ভরপাশা গ্রামে
শুক্রবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জাকির মাঝির ছোট ভাই কবির মাঝি বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের ভরপাশা গ্রামের নেশাখোর পারভেজ চৌকিদার ২৪ জানুয়ারি তার পিতা স্বপন চৌকিদারকে গালাগাল ও মারধর শুরু করে। এ ঘটনায় পাশের ৭নং ওয়ার্ডের জাকির মাঝি ও তার ভাবি শাহিনুর বেগম প্রতিবাদ করতে গেলে একপর্যায়ে নেশাখোর পারভেজ ও তার বাবা স্বপনসহ ৭-৮ জন রড ও লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা করে। এসময় জাকির মাঝি ও তার ভাবি শাহিনুরকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম বলেন, পৌরসভার ৭নং ওয়ার্ডের ভরপাশা গ্রামে মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষী অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply