সময় এক্সপ্রেস নিউজ ডেস্ক :রাশিয়ান ও ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন যে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য সম্ভাব্য যুদ্ধবিরতি দ্বারা নিরাপদ করিডোরের পরিকল্পনায় একমত।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধবিরতি আলোচনায় এমন সিদ্ধান্ত হয় বলে জানায় সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন।
প্রতিবেদনে বলা হয় বেসামরিক নাগরিকদের বেরিয়ে যাওয়ার জন্য দুই পক্ষই নিরাপত্তা নিশ্চিত করবে।
একই সঙ্গে তীব্র লড়াই চলছে এমন জায়গাগুলোতে জরুরি ওষুধ ও খাবার সরবরাহ করার বিষয়টিও আলোচনায় আসে।
এর আগে, অবিলম্বে যুদ্ধবিরতি, অস্ত্রসংবরণ এবং ধ্বংস হয়ে যাওয়া বা ক্রমাগত গোলাগুলির ভেতর থাকা গ্রাম-শহর থেকে বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোরের ব্যাপারে আলোচনায় বসে উভয় পক্ষ।
গত সোমবার দুদেশের প্রতিনিধিরা বেলারুশের গোমেলে প্রথম দফা আলোচনায় বসেন।