বিনোদন প্রতিবেদক:- ভাষার মাসের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে “জাতীয় সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্যজোট”।
“আমার ভাষা, আমার দেশ, সম্প্রীতির বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে গতকাল ১ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ৮টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। উক্ত আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিশু-কিশোরদের মধ্যে সাম্য, ঐক্য এবং দেশপ্রেমের চেতনা সৃষ্টির পাশাপাশি বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি করা।
সকাল থেকে এ আয়োজনের অংশ হিসেবে ছিল শহীদদের আত্মার মাগফেরাতে বিশেষ মোনাজাত, শপথ পাঠ, শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা, উপস্থিত ছোট্ট শিশুদের হাতেখড়ি, আঞ্চলিক ভাষায় গল্প বলা, ভাষার গান ও নৃত্য পরিবেশন, কবিতা আবৃত্তি, বড়দের বাংলা বর্ণমালা লেখা, পিঠা আপ্যায়ণ, বিদ্রোহী ও তারুণ্যেও কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে গেজেট প্রকাশ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন, বাচ্চাদেরকে মোবাইল আসক্তির দূরীকরণে বইপড়ায় উদ্বুদ্ধকরণে ফ্রি বই বিতরণসহ ‘২৪ এর জুলাই অভ্যত্থানের গ্রাফিতি প্রদর্শন এর আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. লুতফর রহমান।
বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত উপস্থাপক ও অভিনেতা ইমন খান এবং সংগঠনের যুগ্ম সচিব সৈয়দ নাজমুল আহসানের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ফরিদা হোসেন, তমুদ্দুন মজলিসের সভাপতি, ড. মুহাম্মদ সিদদিক (ভাষা দাদু), মাহমুদ বিন কাশেম, অ্যাড. লুতফুল আহসান বাবু, সারেঙ সম্পাদক আবদুর রহমান মল্লিক, শিশুদের জনপ্রিয় ম্যাগাজিন ‘কচি পাতা’র সম্পাদক অভিনেত্রী আলেয়া আলো, খ্যাতিমান চিত্রশিল্পী ও গুণী অভিনেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক উল্লাহ,কথা সাহিত্যিক জয়শ্রী দাস, সংগঠনের মহাসচিব শাহ সীদদীক, জেনেসিস থিয়েটারের সভাপতি এবং অনুষ্ঠানের আহ্বায়ক নুর হোসেন রানা, শিশু সংঘটক মোস্তাফিজ সুজন, ফরিদ সাইদ, ডা. মুক্তাদীর, নৃত্য পরিচালক হাসানুজ্জামান নৃত্যশিল্পী কাকলি, আব্দুল হামিদ, সংগীত পরিচালক ও গবেষক শিল্পী জামিউর রহমান লেমন, মোজাম্মেল হক, কণ্ঠশিল্পী পিংকি নুর, অভিনেতা ইকবাল হাসান, মাইম শিল্পী ও অভিনেতা ফয়সাল, অভিনয় শিল্পী জীবন, আমির , শাকিল প্রমুখ ।
Leave a Reply