নিজস্ব সংবাদদাতা
ভোলা জেলার বোরহানউদ্দিন থানার টবগী ইউনিয়নের
২ নং টবগী ওয়ার্ডের অনিল চন্দ্র দাস এর মেয়ে মুক্তা রানী (২ই ফেব্রুয়ারি ২/২/২০২৫ ) রবিবার বরিশাল আদালতের শরোনাপণ্য হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করে বিয়েতে আবদ্ধ হন একই গ্রামের মো: শাজাহান হাওলাদারের ছেলে নাজিম উদ্দিন এর সাথে।
মুক্তারাণী বলেন ছোটবেলা থেকেই আমার ইসলাম ধর্ম ভালো লাগতো ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় উৎসব দেখে ভালো লাগতো ও বিভিন্ন সময় দোকান থেকে ইসলামের ধর্মের বই কিনে নিয়ে এসে পড়তাম দীর্ঘদিন যাবত একই গ্রামের শাহজাহান হালাদার এর ছেলে নাজিমের সাথে একই কলেজে পড়াশোনা করে আসছি নাজিমের সাথে মিশতে মিশতে আমাদের ভিতরে গভীর প্রেম হয় দীর্ঘদিন যাবত নাজিমকে আমি বলে আসছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আপনাকে বিবাহ করব একপর্যায়ে নাজিম রাজি হয়ে আমরা দুজনে বরিশাল আদালতের শরোনাপণ্য হয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাজিমকে বিয়ে করি আমার আগে নাম ছিল মুক্তা রানী এখন আমার নাম রাখা হয়েছে মোসাম্মাৎ সাবিয়া আক্তার আমি যেন সাংসারিক জীবনে ও ইসলামের সঠিক পথে চলতে পারি তাই আমার জন্য সবাই দোয়া করবেন নাজিম হাওলাদার জানান দীর্ঘদিন সম্পর্কের পর আমরা আজকে বিবাহ করেছি আমি যেন আমার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি তাই আমাদের জন্য সবাই দোয়া করবেন
Leave a Reply