বাংলাদেশের প্রতি জেলা থেকে একজন করে পত্রিকা সম্পাদককে সম্মাননা প্রদান করবে নোয়াখালী প্রতিদিন।
আগামী ৯ জুন ২০২২ দৈনিক নোয়াখালী প্রতিদিন ১১ তম বর্ষে পদার্পণ করবে দৈনিক নোয়াখালী প্রতিদিন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বাংলাদেশ ও ভারতের বিশিষ্টজনদের উপস্থিতিতে ঢাকায় আয়োজন করা হবে বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব, আন্তর্জাতিক সেমিনার ও গুণীজন সংবর্ধনা।
এই গুণীজন সংবর্ধনায় বাংলাদেশের প্রতি জেলা থেকে নির্বাচিত একটি পত্রিকা ও তার সম্পাদককে সংবর্ধনা প্রদান করা হবে।
সংবর্ধনার জন্য নির্বাচিত হতে যা করতে হবেঃ
১) প্রথম প্রকাশের তারিখ,২কপি ছবিসহ পত্রিকার সম্পাদকের পূর্ণাঙ্গ বায়োডাটা
২)দৈনিক পত্রিকার ক্ষেত্রে পাঁচদিনের, সাপ্তাহিক পত্রিকার ক্ষেত্রে পাঁচ সপ্তাহের এবং এবং পাক্ষিক পত্রিকা এর ক্ষেত্রে ৫ পক্ষের ৩ কপি করে পত্রিকা নিন্মলিখিত ঠিকানায় পাঠাতে হবে।
যোগাযোগের ঠিকানা
জুরি বোর্ড প্রধান
দৈনিক নোয়াখালী প্রতিদিন
৮৫/১ (৬ তলা) নয়াপল্টন,
মসজিদ গলি , ঢাকা .. ১০০০
মোবাইল.. ০১৯১১০৮৩৫৪০
noakhalipratidineditor@gmail.com