কয়েক সপ্তাহ ধরে “প্রেমের সমাধি ” (১৯৯৬) ছবির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল । দৃশ্যটিতে দেখা যায় একটি বিয়ে বাড়ি , অভিনেতা বাপ্পারাজ এসে অভিনেতা অনোয়ার হোসেনের কাছে জানতে চান , চাচা হেনা কোথায় !
এবার এই বাক্যটি নিয়ে গান তৈরি করেছেন পরিচালক সেলিম রেজা “চাচা হেনা কোথায়” শিরোনামের একটি গানে “টুনির মা” খ্যাত শিল্পী প্রমিত কুমার গানটির কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সাগর ,সংগীত করেছেন এ এন ফরহাদ , গানটিতে অভিনয় করেছেন সাজ্জাদ চৌধুরী এবং সুমনা আফরিন। ভিডিওচিত্র নির্মাণ করেছেন সেলিম রেজা । গানটির ভিডিওগ্রাফি করেছেন সানি খান , গানটির এডিট করেছে জাবের আবদুল্লাহ ও কালার করেছেন এস এম তুষার,কোরিওগ্রাফার ছিলেন রমজান । শুটিং হয়েছে সাভার ডিপজলের বাড়িতে । এস বি এন্টারটেইনমেন্ট বাংলাদেশ ইউটিউব চ্যানেলে গানটি দেখা যাবে।
নাঈম সজল
সময় এক্সপ্রেস নিউজের সম্পাদক ও প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
Leave a Reply