বিনোদন সাংবাদিক সমিতি কর্তৃক এটিএন বাংলা বাবিসাস এ্যাওয়ার্ড ২০২৩-২৪ -এ নারী উদ্যোগতা হিসেবে সন্মাননা পেয়েছেন মডেল, অভিনেত্রী
এবং লেজার এসথেটিকস অভিজ্ঞ সাচিনূর সাচি।
সাচি, কুইনি লিমিটেড এবং বিউট স্কিন কেয়ার এ্যান্ড কসমোটোলজি দুটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। এমন স্বীকৃতি পেয়ে সাচিনূর সাচি বলেন, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এমন স্বীকৃতি ও সম্মাননা সবসময়ই আনন্দদায়ক।
প্রত্যেক মানুষই কাজের স্বীকৃতি পেতে চায়। নারী উদ্যোগতা হিসেবে আজকে আমাকে যে সম্মান দেওয়া হলো এতে সৃষ্টিকর্তা, আমার মা-বাবা, আমার প্রতিষ্ঠানের সবার কাছেই কৃতজ্ঞ।পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাবিসাস পরিবাবের সকল সদস্যদের।
আমি মনে করি, স্বীকৃতি ও সম্মাননা কাজের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। যখন এমন সম্মাননা পাই তখন ভাবী, আসলে আমি এর যোগ্য কি না! সেই যোগ্য যেন হয়ে উঠতে পারি সবসময় সেই প্রার্থনা করি।আপনারাও ভালোবাসায় আজীবন পাশে থাকবেন- সেটিই কাম্য।
নাঈম সজল
সময় এক্সপ্রেস নিউজের সম্পাদক ও প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
Leave a Reply