1. adnan210.net@gmail.com : Kanon Badsha : Kanon Badsha
  2. themesbazar@gmail.com : theam bazar : theam bazar
  3. khanmdmahadi29@gmail.com : Khan Md mahadi : Khan Md mahadi
  4. somoyexpressnews@gmail.com : নাঈম সজল : নাঈম সজল
  5. Kanonbd1@gmail.com : নিউজ ডেষ্ক : সময় এক্সপ্রেস নিউজ ডেস্ক
  6. raytahost@gmail.com : theam 2022 : theam 2022
রবিবার, ০৪ জুন ২০২৩, ১১:৫৮ অপরাহ্ন

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন মেয়র লোকমান

নিজস্ব প্রতিবেদক :খান মেহেদী

বিগত সময়ে এ উপজেলায় যতটা না উন্নয়ন হয়েছে, তার চেয়ে অনেক বেশী উন্নয়ন হয়েছে বর্তমান জনবান্ধব শেখ হাসিনার সরকারের সময়ে। মাদকের ছড়াছড়িও কমেছে অনেক। তবে সবই সম্ভব হহয়েছে অক্লান্ত প্রচেষ্ঠায় এবং আপনারা সাংবাদিক সহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায়। মেয়র লোকমান হোসেন ডাকুয়ার দেওয়া এক সাক্ষাতকারে কথাগুলি বলেন । সাংবাদিক দের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়িত্বভার গ্রহণ করার পর থেকে সামর্থ্যরে মধ্যে উপজেলার বিভিন্ন অবকাঠামো নির্মান করে আসেছি। এছাড়াও বিভিন্ন এলাকা মাদকমুক্ত করার লক্ষ্যে অভিযান পরিচালনা করেছি এবং সফল হয়েছি বলে জানান। তবে মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও ছাড় দেওয়া হবেনা বলেন। তিনি তার মেয়াদকালেই এ উপজেলাকে মাদক মুক্ত ঘোষনা দেওয়ার আশাবাদ ব্যাক্ত করেন। অপর এক প্রশ্নের জবাবে বলেন, তার মেয়াদকালে এ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে সেরনিয়াবাত আবু হাসনাত আবদুল্লার দিক নির্দেশনায় তিনি কাজ করে যাচ্ছেন। যাতে এ উপজেলা একটি মডেল উপজেলায় পরিনত হয়। সে লক্ষ্যে নিয়েই কাজ করছেন তিনি বলে জানান। তিনি আরো বলেন তার বিগত দুই বারের মেয়াদকালে কোন প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেননি। তিনি নিজেও দুর্নীতি করবেন না এবং কাউকে করতে দিবেন না বলে জানান। সাক্ষাতকারে তিনি উপজেলার বিভিন্ন সংবাদ নিয়মিত প্রকাশের জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান। এসময় তিনি উপজেলার উন্নয়নে ও বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকদের এক যোগে কাজ করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2022 somoyexpress.news
Customized By BlogTheme