নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, দীর্ঘদিন থেকে সিলেট-২ আসনে আওয়ামী লীগ কোন প্রার্থী না থাকায় দীর্ঘদিন ধরে অত্র এলাকা বঞ্চিত থেকে বঞ্চিত হচ্ছে। তাই আগামি সংসদ নির্বাচনে সিলেটে-২ আসনের সাবেক সাংসদ আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরীকে নৌকা মার্কা দিতে জননেত্রী শেখ হাসিনাকে সুপারিশ করবো।
তিনি বলেন, আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা বলবো আমরা বি দল, সি দল আর চাই না। আমরা নৌকা প্রতীক চাই। আগামী নির্বাচনে যাতে সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিশ্বনাথে থাকে সেজন্য কথা বলবো। নৌকার প্রতীক যাতে শফিক চৌধুরী পান সেজন্য তিনি সুপারিশ করবেন বলে জানান মন্ত্রী।
রোববার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি গুরুত্বপূর্ণ কথা সবাই মনে রাখতে হবে, নৌকা দেওয়া বা প্রার্থী দেয়া একমাত্র সিদ্ধান্ত হলো সভানেত্রী শেখ হাসিনার। তিনি যদি নৌকা না দেন তাহলেও আমাদের মেনে নিতে হবে।