নিজস্ব প্রতিবেদক:আমির হোসেন
ঝালকাঠির নলছিটিতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য খন্দকার মজিবুর রহমান, পৌর আ’লীগের সাধারন সম্পাদক জনারধন দাস, পৌর কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল, জেলা সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার খান মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মুঃ আনোয়ার আজিম, কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি, মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন নাহার প্রমুখ।
প্রভাষক মোঃ আমির হোসেনের সঞ্চলনায় আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।