নিজস্ব প্রতিনিধি:
দক্ষিণাঞ্চলের প্রসিদ্ধতম সুফি সাধক পটুয়াখালী মির্জগঞ্জের শ্রীমন্ত নদীর পূর্ব তীরে অবস্থিত ঐতিহ্যবাহী হযরত ইয়ার উদ্দিন খলিফা (রঃ) দরবার শরীফে দুইদিনব্যাপী বাৎসরিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল আগামী ২৪ ও ২৫ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ মোতাবেক ৯ ও ১০ মার্চ ২০২২ খ্রিঃ রোজ বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে উপজেলা নির্বাহী অফিসার ও হযরত ইয়ার উদ্দিন খলিফা সাহেব (র:) ওয়াকফ এস্টেটের সভাপতির সভাপতিত্বে মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কোরআন, দেশ বরেণ্য ও স্থানীয় ওলামায়ে কেরামগণ।
এ ব্যাপারে মির্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (রঃ) দরবার কমিটির সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মল্লিক বলেন, মাহফিলের সকল আয়োজন ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। মুসুল্লীসহ সকলের গতিবিধি লক্ষ্য রাখার জন্য মাহফিলের গুরুত্বপূর্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন, আইন শৃংখলা রক্ষার্থে একটি পুলিশ কন্ট্রোলরুম, অসুস্থ্য মুসুল্লীদের জন্য চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা এবং মাহফিল সুষ্ঠু ভাবে সফল করার লক্ষ্যে এখানে অতিরিক্ত আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে। এছাড়াও মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী জেলা প্রশাসক ও পটুয়াখালী জেলা পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তাগন।