1. [email protected] : admins :
  2. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  3. [email protected] : News Editir : News Editir
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:১৮ পূর্বাহ্ন

সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আরাফাত

  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে

সংসদ সদস্য নির্বাচিত হয়ে সস্ত্রীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে গণভবনে গিয়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।

এর আগে সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোট হয়। এতে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।

নৌকা প্রতীকে তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

এ হিসাবে আরাফাত ২৩ হাজার ২০৭ ভোটের ব্যবধানে হিরো আলমকে পরাজিত করেন।

চিত্রনায়ক ফারুকের (আকবর খান পাঠান) মৃত্যুতে এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিজয়ের ফলে কয়েক মাসের জন্য সংসদে প্রতিনিধিত্ব করবেন আরাফাত। কেননা তার মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচন হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews