আন্তর্জাতিক ডেস্ক
প্রায় দুই সপ্তাহের তীব্র লড়াইয়ের মধ্যে তৃতীয় দফা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও ইউক্রেন। দু’পক্ষের প্রতিনিধিদের মধ্যে সোমবার এ আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনার স্থান ও সঠিক সময় এখনও স্পষ্ট নয়। এর আগে, দুদেশের প্রতিনিধিরা বেলারুশে দুদফা বৈঠক করে। সেখানে দুটি শহরে অস্ত্রবিরতির বিষয়ে দুপক্ষ একমত হয়। মারিওপোল ও ভোলনোভাখ শহরে সাময়িক অস্ত্রবিরতির পর রাশিয়া আবারও হামলা শুরু করে।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
রোববার ক্রেমলিন ও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস জানায়, মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ব্যর্থ হয়েছে।
যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দোষারোপ করছে।
এদিকে তৃতীয় দফা বৈঠকের আগে কিয়েভসহ চারটি শহরে অস্ত্রবিরতি ঘোষণা করেছে রাশিয়া। সোমবার রাশিয়ার স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।
২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ‘দোনবাস অঞ্চলে’ সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর থেকে কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নেন রুশ সেনারা।