রফিকুল ইসলাম (রিজভী) নাইক্ষ্যংছড়ি; বান্দরবান
ঐতিহাসিক ৭ মার্চ, বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মহান ৭ই মার্চ উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ, ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক এর মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা’র নবাগত অফিসার ইনচার্জ টান্টু সাহা পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপির প্রতিনিধি খাইরুল বাশার, মুক্তিযোদ্বা কমান্ডার রাজা মিয়া, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু তাহের কোম্পানি, সাধারন সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান, উপজেলা যুব উন্নয়ন অফিসার, মোহাম্মদ শাহান শাহ ভুইঁয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা শাহা আজিজ, উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ, প্রাণী সম্পাদ (ভা:) কর্মকর্তা, ছৈয়দ নুর, একটি ঘর একটি বাড়ি প্রকল্প অফিসার মো: মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা ডা: সিরাজুল হক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সক্তার, প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। বাংঙ্গালী জাতীয় জীবনে এই দিনের গুরুত্ব বাঙ্গালীর অস্তিত্বের সাথে মিশে আছে।
এসময় ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষণ, গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং উপজেলার দোছড়ি ও বাইশারীসহ বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রলীগসহ আওয়ামী লীগ পরিবার।