পদ্ম নাথ সরকার ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৮ মার্চ “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন। আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান শরীফুল আলম সোহেল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী থানার এসআই পলাশ চন্দ্র রায়, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটূ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিবিএফজি প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী ঝরণা বেগম, একাদশ শ্রেণির শিক্ষার্থী কমলী রাণী প্রমূখ।