মেহেরপুর প্রতিনিধি:মাজিদ আল মামুন
“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ মার্চ), সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসজ ড. মুহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিপ্রতিনিধিঃত থেকে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সভাপতি শামীম আরা হীরা, মেহেরপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ।
মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেহেরপুর শহর মহিলা যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল রুনু, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার, সি.ডি.পি এর উপ-পরিচালক প্রভন্জন বিশ্বাস, নূর জান্নাতুল আরাসহ মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।