তহিদুল ইসলাম রাসেল, চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সরবরাহ করায় নগরের চকবাজারের ‘ওয়েল ক্যাফে’ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে ওই ক্যাফেতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান জানান, নোংরা পরিবেশে খাদ্য পরিবেশন এবং ডিপ ফ্রিজে কাচা মাংসের সঙ্গে রান্না করা খাবার রাখায় ‘ওয়েল ক্যাফে; রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় রেস্টুরেন্টের মালিকরা নিজেরাই সংস্কার করবে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে স্বীকার করে। পরবর্তীতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলেও অঙ্গীকার জানায়।