নিজস্ব প্রতিবেদক :বাকেরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে গতকাল বুধবার সকাল ১১ টায় এন আই এস সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে জাপান থেকে সেমিনারে অংশগ্রহণ করেন ঢাকা থেকে আগত জাপানি নাগরিক মিঃ মারিএনো ওনো, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম চুন্নু, এ-সময় আলোচনা সভায় এনআইএস-এর সফল বাস্তবায়নের জন্য, জনগণকে এনআইএস-এর বহুমুখী উদ্যোগ সম্পর্কে বিশেষ করে সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং তথ্য অধিকার এর মতো এনআইএস-সম্পর্কিত উপকরণগুলো সম্পর্কে পরিপূর্ন ভাবে সচেতন করতে হবে। এভাবে তারা উপজেলায় সুশাসন, দুর্নীতি প্রতিরোধ এবং নাগরিক-কেন্দ্রিক জনসেবার মান, সেবা প্রদান প্রক্রিয়ার উন্নয়নে সক্রিয় সহায়কের ভুমিকা পালন করতে পারেন।
এনআইএস সহায়তাকারী হলো তারাই, যারা কার্যকর ভাবে এনআইএস সম্পর্কিত উপকরণ গুলো সমাজের বিভিন্ন স্তরে প্রচার করতে পারে। ফলো-আপ সেমিনারে অংশগ্রহণ করেছেন বাকেরগঞ্জ উপজেলার স্থানীয় গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, তথ্য আপা ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা যারা এনআইএস বাস্তবায়ন সহায়তাকারী হিসেবে বিবেচিত ।
বাকেরগঞ্জ উপজেলার এনআইএস সহায়তাকারীগন ২০২০ সালের নভেম্বরে প্রথম অনলাইন এনআইএস সেমিনারে অংশ নিয়েছিলেন। এনআইএস সম্পর্কে জ্ঞান ও এনআইএস -সম্পর্কিত উপকরণগুলো ব্যবহার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গুলোকে আরও গভীরভাবে রপ্ত করতে তারা এই ফলো-আপ সেমিনারে অংশ নিয়েছেন। এনআইএস বাস্তবায়ন সহায়তাকারীরা উপজেলা ওয়েভ পোর্টালের মাধ্যমে জিআরএস এবং আরটিআই -এর পরিষেবা বক্সগুলো ব্যবহার করে অনলাইনে জিআরএস পরিসেবা, অভিযোগ নিষ্পত্তি অফিসার, তথ্য প্রদানকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জিআরএস ও আরটিআই বিষয়ক নির্ধারিত ফরম্যাট সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়েছেন যা অন্য যেকোনো নাগরিকের জন্যও ব্যবহার ও অনুকরণযোগ্য । সেমিনারে, এনআইএস বাস্তবায়ন সহায়তাকারীরা একটি দলীয় অনুশীলনে অংশ নেন যেখানে তারা জিআরএস এবং আরটিআই ব্যবহার করে জনসেবা সম্পর্কিত বিদ্যমান সমস্যাগুলোর প্রতিকার চেয়েছেন। আশা করা যায় এনআইএস সহায়তাকারীগণ এনআইএস এবং এনআইএসের গুরুত্বপুর্ণ উপকরণ গুলো সম্পর্কে পর্যাপ্ত তথ্য বাকেরগঞ্জ উপজেলার সর্বস্তরের নাগরিকদের আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম, জাপান থেকে সরা সরি সেমিনারে অংশগ্রহণ করেন মিঃমারি এনো ওনো উপজেলা সহকারী কমিশনার ভূমি আবুজর মোঃইজাজুল হক , উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান , মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, অমল চন্দ্র দাস সিবু, প্রেসক্লাবের সভাপতি আল আমিন মিরাজ, সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সেলিম। এ সময় এনআইএস-এর সফল বাস্তবায়নের জন্য, জনগণকে এনআইএস-এর বহুমুখী উদ্যোগ সম্পর্কে বিশেষ করে সেবা প্রদান প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অভিপ্রায়ে বাকেরগঞ্জ উপজেলায় বার্ষিক এন এস আই এস কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সকলের কাছে সহজলভ্য করার জন্য প্রয়োজনীয় তথ্যবলী উপজেলা ওয়েব পোর্টালেও প্রদর্শনের ব্যবস্থা করছেন।