বাগেরহাট জেলা প্রতিনিধি:মোঃ হাফিজুর রহমান
বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা ৪ নং ফকিরহাট সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পাগলা দেয়াপাড়া কালিপদ দেবনাথ তার স্ত্রী অনুরুপা দেবনাথ গত ৪/০৯/২০২১ তারিখ ইংরেজি ১৮ই ভ্রাদ্র ১৪২৮ বাংলা রোজ শনিবার মৃত্যু বরণ করেন তার দুটি সন্তান
১) ডঃ প্রকাশ চন্দ্র দেবনাথ
এম বি বি এস (ঢাকা) সি সি ডি বারডেম
এফ সি পি এস (পার্ট-২) পি জি টি (মেডিসিন)
পি জি টি (কার্ডিওলজী)
আর এম ও শহীদ আবু নাসের বিশিষায়িত হাসপাতাল খুলনা
ডায়াবেটিস বিশেষজ্ঞ মেডিসিন ও হূদরোগ অভিঙ্গ বি এম ডি সি রেজিঃ নং ৩৬৩২৬
২) প্রভাত চন্দ্র দেবনাথ
ডেল্টাল লাইফ ইন্স্যুরেন্স লিঃ মিঃ খুলনা বিভাগীয় অফিসার
পাগলা দেয়াপাড়া বাসীর জন্য গর্ভ যে তাদের দুই ভাই কে এমন ভাবে মানুষের মতো মানুষ করেছেন এবং গ্রামের সর্ব সাধারণ মানুষের জন্য অনেক কিছু করে থাকেন কালিপদ দেবনাথের ২ সুসন্তান
ডঃ প্রকাশ চন্দ্র দেবনাথ তার মায়ের জন্য সিরাদ্ধ অনুষ্ঠান করেছেন অনেক সুন্দর ভাবে উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকিরহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সকলের প্রিয় ব্যেক্তি ফকিরহাট বাসীর অভিভাবক জননেতা শ্রী স্বপন কুমার দাস
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী আহ্বায়ক জনাব স্বপন কুমার দাস এর একান্ত আস্তা ভাজন ব্যেক্তি শেখ ইমরুল হাসান
এবং ফকিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওসিম দেবনাথ ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কিসর কুমার দাস
পাগলা দেয়াপাড়া ৫নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা শেখ ফারুক হোসেন সহ আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী
উক্ত অনুষ্ঠান সুন্দর ও সুস্থ ভাবে সমাপ্তি হয়েছে
প্রতিটা গ্রামে গ্রামে এমন সন্তান থাকলে সাধারণ মানুষ বিপদে আপদে ঠাই গোঁজার জায়গা পাবে
পাগলা দেয়াপাড়া বাশি আজ ধন্য এবং অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করে ডঃ প্রকাশ চন্দ্র দেবনাথ ও প্রভাদ দেবনাথের মা অনুরুপা দেবনাথ এর জন্য যে তার দুটি সন্তান আজ পাগলা দেয়াপাড়া বাশির জন্য রত্ন হিসেবে রেখে গেছেন