মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ : নওগাঁর পোরশায় পল্লি বিদ্যুৎ এর ভোল্টেজ রেগুলেটর চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। ২০ লক্ষ টাকা দামের ঐ রেগুলেটরটি চুরি হয়েছে উপজেলার ঘাটনগর পাহাড়িয়া পুকুর থেকে।
নওগাঁ পল্লি বিদ্যুৎ- ২ পোরশা জোনের ভারপ্রাপ্ত ডিজিএম আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন থেকে ভোল্টেজ রেগুলেটরটি অকেজো ছিল।
কিছুদিন হলো তারা এটি নতুনভাবে স্থাপন করেছেন বলে জানান। লাগানোর পরেই শুক্রবার রেগুলেটরটি সংঘবদ্ধ চোরের দল চুরি করে নিয়ে যায়। এব্যাপারে পোরশা থানায় মামলা করা হয়েছে বলে তিনি জানান।