মোঃসাইদুল ইসলাম স্টাফ রিপোর্টার:
মেহেন্দিগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক দরিদ্র কৃষকের গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় গোয়াল ঘরে থাকা ৩টি গরুর মধ্যে ১টি গরু আগুনে আংশিক দগ্ধ হয়। এতে ওই কৃষকের ২০-৩০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। জানা যায়, মঙ্গলবার (৮ মার্চ) দিবাগত রাতে একদল দুর্বৃত্ত মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের মাঝেরচর গ্রামে পূর্ব দড়িরচর খাজুরিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়’র সামনে স্থানীয় লালমিয়া মেম্বার এর বসত ঘর সংলগ্ন কালু হাওলাদার’র গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়। রাত আনুমানিক ৪ টার সময় নিকটবর্তী বাইতুল আমীন জামে মসজিদের ঈমাম মোঃ আবুল বাশার আগুনের লেলিহান দেখে ডাকচিৎকার দিলে লোকজনদের ঘুম ভেঙে যায়। এ সময় আশপাশের পরিবারের লোকজন এসে পানির দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এতে দুটি গরু সরিয়ে নিলেও আগুনে আংশিক দগ্ধ হয় একটি গরু। কালু হাওলাদার বলেন, দুর্বৃত্তরা আগুন দিয়ে আমার গোয়ালঘর পুড়ে দিয়েছে। অল্পের জন্যে রক্ষা পেলো দড়িরচর খাজুরিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লাল মিয়া মেম্বার এর বসত ঘর। মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানান, এ বিষয়ে থানায় কেউ অবগত করেননি।