রফিকুল ইসলাম (রিজভী), নাইক্ষ্যংছড়ি; নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান এর হস্তক্ষেপে দোছড়িতে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছ।
বুধবার (৯ মার্চ) উপজেলার দোছড়ি ডলুঝিরি ০৫ নং ওয়ার্ডের মোহাম্মদ ইউনুছ ও নছিমা খাতুনের কন্যা জান্নাতুল বকেয়া ১৫ বছর বয়সী ওই কিশোরীর বিবাহ বন্ধ করেন মোহাম্মদ ইমরান।
দুপুরে কিশোরীর পিতামাতাকে নাইক্ষ্যংছড়ি নির্বাহী কর্মকর্তা জনাবা সালমা ফেরদৌস তারা তাদের কনের বয়স ১৮ বছর পূর্ণ না পর্যন্ত বিবাহ দিবে না বলে প্রতিশ্রুতি দেন।