মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জে নসিমন গাড়ি উলটে রুবেল নামের এক জন নিহত আহত হয়েছেন ৩ জন।
আজ সকাল (১১ মার্চ) শুক্রবার সকাল অনুমানিক সাড়ে ৮ টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলা পাতারহাট পুরাতন লঞ্চ ঘাটে এই দুর্ঘটনা ঘটেছে।
বেপোরোয়া ভাবে নসিমন চালানোর কারনে এ দুঘটনার সিকার হন বলে স্থানীয় রা জানান।
নিহত রুবেল মেহেন্দিগঞ্জ পৌরসভা ৪নং ওয়াড দুর্গাপুর গ্রামের ইউনুস মোল্লার ছেলে।