আনহার বিন সাইদ ঃ-বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার উদ্দোগে ১১/৩/২০২২ শুক্রবার উপজেলা ছাত্র মজলিসের অফিসে নুরুল আমিনের সভাপতিত্বে ও নুরুল ইসলামের পরিচালনায় শিক্ষাসভায় সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সভাপতি ফখরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী মুজ্জাম্মিল হক, খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সেক্রেটারী হাবিবুর রহমান, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিস প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ, খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা প্রচার সম্পাদক আনহার বিন সাইদ।
দ্বিন ব্যপি শিক্ষাসভায় দারসুলকোরআন, হাতে কলমে শিক্ষা, মুখস্ত করন, পরিক্ষা,পুরস্কার বিতরন, সমাপনি, ইত্যাদি কর্মসুচির অন্তরভুক্ত ছিল।