নিজস্ব প্রতিবেদক : সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উদ্যেগে বাকেরগঞ্জের বিশিষ্টজনদের নিয়ে প্রথমবারের মতো সংগঠনটি “বাকেরগঞ্জের মুখোমুখি” নামে একটি বিশেষ অনুষ্ঠানের ৩৭ মিনিটের লাইভ কার্যক্রমের ১১ মার্চ সকালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে।
গর্বের বাকেরগঞ্জ’র প্রতিষ্ঠিতা ও সভাপতি মোজাম্মেল হোসেন মোহনের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন গর্বের বাকেরগঞ্জের পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক খান মেহেদী।
“বাকেরগঞ্জের মুখোমুখি” অনুষ্ঠানের পুরো সময়েই উপস্থাপক অতিথিকে বাকেরগঞ্জের অতিত, বর্তমান এবং ভবিষ্যত নিয়ে একের পর এক প্রশ্ন করেছেন। অনুষ্ঠানের অতিথি তার বাল্যকাল থেকে বর্তমান সময় পর্যন্ত দীর্ঘ জীবনের বিষয়াবলী লাইভের মাধ্যমে তুলে ধরেছেন। সাথে সাথে অতিথি একাধিক বিষয়ে বাকেরগঞ্জের বর্তমান এমপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে সর্বত্রই গর্বের বাকেরগঞ্জ’র “বাকেরগঞ্জের মুখোমুখি” অনুষ্ঠানটি প্রশংসা পেয়েছে। উপজেলার সর্বত্রই প্রশংসায় পঞ্চমুখ মানুষ গর্বের বাকেরগঞ্জ’র বর্তমান কমিটি ও সভাপতিকে উষ্ণ ধন্যবাদ জানাতে দেখা গেছে।